IPO

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইপিও আবেদন ৩-৯ এপ্রিল

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইপিও তারিখ নির্ধারন:

♠Subscription :Open : 03 April

♠Subscription :Close : 09 April

🔴Recorded Date : 23 March

RB কোডে 50,000 এবং NRB কোডে 1,00,000 টাকার ম্যাচুয়েট শেয়ার থাকতে হবে ।

🧨২০১৩ইং সালে, বাংলাদেশ সরকার দেশের আরও উন্নয়নের কথা বিবেচনা করে ট্রাস্ট ইসলামিক ইন্সুরেন্স কোম্পানিকে তাদের ব্যবসা পরিচালনার অনুমোদন দেয়।দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী জনাব মো. আতাউর রহমান ভূঁইয়া কোম্পানির পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান।🧨

🚩Face Value10/-

🚩EPS : It is not yet known about this

🚩NAV : It is not yet known about this

🛑 ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে কোম্পানিটি,১৫% প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ সম্পর্কে কিছু জানা যায়নি ,কোম্পানিটির ২০২২ইং

সালের ৩০ জুন Actuarial Valuation Report অনুযায়ী মোট উদ্বৃত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

IPO shere Distribution (:fixed price)

————————————————————————–

♠️ Institute (25%)

♠General (70%)

♠ NRB (5%)

♠Total (100%)

🎈বিএসইসি শর্ত অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভূক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

🎈কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply