IPO, News

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন শুরু রোববার


♠Subscription :Open : 16 October

♠Subscription :Close : 20 October

💥Rccored Date : ৪ই অক্টোবর যাদের পোর্টফোলিও তে ৫০০০০ টাকার ম্যাজুয়েট শেয়ার ছিল তারাই শুধু আবেদন করতে পারবে ।

🔻Face Value10/-

🔻Offer Price Tk 10000 -50000tk আনুপাতিক হারে

🔻EPS : ১.০৮( ৫ বছরে)

🔺NAV : ১৪.৪২

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকার উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে প্রতিটি ১০ টাকা ইস্যুর মূল্যের ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে ।

IPO shere Distribution :

————————————————————————–

♠General =23,90,62,500 share

♠ NRB = 10,62,50000 share

💢কমিশন গ্রোবাল ইসলামী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক

কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী, গ্লোবাল ইসলামী ব্যাংককে বাংলাদেশ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্য) রুলস, ২০১৫ এর ধারা ৬১) হতে অব্যাহতি প্রদানপূর্বক

প্রাথমিক গনপ্রস্তাবের ২৫% শেয়ার অভিবাসী কমীদের জন্য বরাদ্দ রেখে প্রাথমিক গনপ্রস্তাবের অবশিষ্ট অংশের

৭৫% এনআরবি ব্যতিত সাধারণ বিনিয়ােগকারীদের মাঝে এবং ২৫% যোেগ্য বিনিয়ােগকারীদের মাঝে বণ্টনের

সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছে। এছাড়াও সিদ্ধান্ত মােতাবেক অভিবাসী কর্মীদের কর্তৃক ২৫% আইপিও শেয়ার

সাবস্র্রিপশন (Supscription) পরিপূর্ণ না হলে, আনসাবস্তাইস্ড (UnSubscribed) অংশ অন্যান্য সাধারণ

বিনিয়ােগকারীদের মাঝে আনুপাতিক হারে বণ্টন করা হবে।

🛑 আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply