এশিয়াটিক ল্যাবরেটরিজ আইপিও এর আবেদন তারিখ নির্ধারণ :
Subscription Open : ১৬ জানুয়ারি
Subscription Close : ২২ জানুয়ারি
Record date : ৮ জানুয়ারি।
আইপিও আবেদন করার জন্য শেয়ার কেনার শেষ সময় ৪ই জানুয়ারি বুধবার।
যাদের ৫০ হাজার টাকার matured শেয়ার থাকবে তারাই শুধু আবেদন করতে পারবে।
১৯৭০ সালে কোম্পানিটি শুরু করেন। নতুন মালিকের অধীনে, ওষুধ প্রস্তুতকারী ২০০০ সালে তার বিপণন কার্যক্রম শুরু করে এবং এটি ২০২০ সাল পর্যন্ত ৪০টি জেনেরিক অণু চালু করে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন, ক্যাপসুলসহ ২৫৫ ধরনের ওষুধ পণ্য তৈরি করে। কোম্পানিটি ২০০৫ সালে সিঙ্গাপুর এবং ভিয়েতনামে ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বব্যাপী যাত্রা শুরু করেছে।
Face Value10/- premium 40=50 Tk
Cut off price 50)
RB সেকেন্ডারি ইনভেস্ট: 50000 Tk ( Market price)
NRB ……… ইনভেসমেন্ট 1,00000tk (Market price)
IPO আবেদনের জন্য : 10,000 Tk
RB জন্য : সাধারণ বিনোকারীদের জন্য ২০ টাকা নির্ধারণ
EPS : 03.01 Tk বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা
NAV : 56.61
IPO shere Distribution : book building
————————————————————————–
Institute (25%)
General (70%)
NRB (5%)
Total (100%) =
কোম্পানির শেয়ারটির কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৫০ টাকা। সাধারণ বিনিয়োগকারীরা এই ৫০ টাকার ৩০% ডিসকাউন্ট অর্থাৎ ৩৫ টাকা অথবা ২০ টাকা, যেটি কম সে মূল্যে শেয়ার পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রতিটি শেয়ার ২০ টাকা করে কিনতে পারবেন। পুঁজিবাজার থেকে ৯৫ কাটি টাকা সংগ্রহ করবে । ১৫% শেয়ার প্লেসমেন্ট জন্য বরাদ্দ থাকবে ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। উল্লেখ্য যে, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনও প্রকার লভ্যাংশ ঘোষণা এবং অনুমোদন বা বিতরণ করতে পারবে না।